অষ্টম অঙ্ক । >QS) শকার –তা করলে কি হবে ? বিট —তা হলে ব্যায়াম-সেবাও হবে, আর, বলদেরও পরিশ্রম বঁাচানো যাবে। শকার –আচ্ছ তাই হোক। না না—ওরে দাস স্থাবরক ! গাড়ি নিয়ে আয় –ন না থাক্ থাকৃ। দেবতা ও ব্রাহ্মণদের সন্মুখ দিয়ে পদব্রজেক্ট যাব। না ন—গাড়িতে চড়েই যাব। তা হলে দূর থেকে আমাকে দেখে সবাই বলবে—ঐ রাজার শুালক যাচ্চেন। - বিট –(স্বগত)বিষকে ঔষধ করে তোলা দুষ্কর—বসন্তসেনার কথাটা না বলে আর চলচে না। আচ্চা এই রকম তবে বলা যাক। (প্রকাতে) ওগো শকার, আসল কথা কি জান—বসন্তসেন তোমার উদ্দেশে এসেছেন ; বসং ।—কি সৰ্ব্বনাশ ! ও কি পাপ-কথা ! শকার –(সহৰ্ষে ) পণ্ডিত ! পণ্ডিত !—আমার উদ্দেশে—এই মহাত্মা ব্যক্তির উদ্দেশে—এই মনুষ্য-বাসুদেবের উদ্দেশে ? বিট —হঁ । শকার –আমার তবে আজ অপূৰ্ব্ব লক্ষ্মীলাভ হল। তখন আমি গুর পরে রুষ্ট হয়েছিলেম—রোস্, এখন আবার ওর পায়ে ধোরে সাধি। বিট —বেশ বলেছ । * শকার –এই পায়ে পড়চি। হে মাতঃ ! অম্বিকে ! আমার নিবেদন শোনো । পড়ি গো চরণে, বিশাল-নয়নে । কৃতাঞ্জলি হয়ে আমি করি নমস্কার । ওগো দশনখে —দন্ত-ঝকৃঝকে ! করেছি কামার্ত হয়ে দুষ্ট ব্যবহার।
পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।