পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(t8 মৃচ্ছকটিক । সুন্দরী পরম কর মোরে ক্ষম, জেনো তুমি চিরদিন এ দাস তোমার ॥ বসং –(সক্রোধে ) যাও যাও !—কি অভদ্রের মত কথা বলচ । ( পদাঘাত ) শকার –( সক্রোধে ) যে মুগুটি জননীর আদর-চুম্বিত, যে মুণ্ড দেবের পদে হয়নি নমিত, সেই মুগু শব-সম শৃগাল-আনীত ও-তব চরণ-তলে হইল দলিত ? ওরে দাস স্থাবরক ! একে তুই কোথায় পেলি ? দাস —প্ৰভু ! গ্রাম্য শকটে রাস্ত বন্ধ হয়ে যাওয়ায় চারুদণ্ডের বাগান-বাড়ির সামনে এই গাড়ি রেখে, গাড়ি থেকে নেবে, একজনের গাড়ির চাকা ঘুরিয়ে দিচ্ছিলেম, সেই সময়ে বোধ হয় উনি আপনার গাড়ি ভেবে এই গাড়িতে উঠেছিলেন । শকার –কি ?–ভুল করে এই গাড়ি চড়ে এসেছে ?—আমার উদ্দেশে আসে নি ? তবে নেবে যা নেবে যা আমার গাড়ি থেকে । তবে তুই সেই দরিদ্র বণিক-পুত্রের উদ্দেশে যাচ্চিস্ ?—আমার গরুদের বাহিয়ে নিচ্চিস্ ?—তবে নেবে যা, নেবে যা, পাজি বোট নচ্ছার কোথাকারে— নেবে যা বলচি । বসং —তুমি যে বলে “চারুদত্তের উদ্দেশে যাচ্চিমূ"—এ কথায় আমি আপনাকে অলস্কৃত মনে করলেম। এখন যা হবার তা হোক্ । শকার – দশনখ-শতদল সুশোভিত হস্তেতে যাহার,