পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । Ꮌ©☾ —শত চাটুবাক্য সম ভাল লাগে করিতে প্রহার সেই হস্তে কুটি ধরে’ বরতন্তু নামাব নিমিষে, জটায়ু করিল যথা বালীর পত্নীয়ে ধরি কেশে ॥ বিট — গুণবতী-নারী-কেশ আকর্ষণ নহে গো উচিত, উপবন-লতিকার পত্রচ্ছেদ নহে গো বিহিত ॥ তুমি থামো—আমি ওঁকে নাবাচি । বসন্তসেন ! নাবো । বসং —-( নাবিয়া একাস্তে অবস্থান ) শকার –(স্বগত) পুৰ্ব্বে যার অপমানের কথায় আমার রোষাগ্নি একটু দেখা দিয়েছিল, আজ তার পদাঘাতে একেবারে প্রজ্জলিত হয়ে উঠেছে—এখন তবে একে মারি । আচ্ছা পণ্ডিতকে এইরূপ বলা যাক্ । চাও যদি দীর্ঘ-প্রাস্তু শত-স্বত্র-যুক্ত উত্তরীয়, চাও যদি খাইবারে সুমধুর মাংস রমণীয়, পিতে চাও চুহু চুহু - চুকু চুকু সরস পানীয়— বিট —তাহলে কি ?— শকার –তাহলে আমি যা চাই তাই কর । বিট —আচ্ছা করব—কিন্তু অকার্য্য বর্জন করে” । শকার –পণ্ডিত ! তাতে অকার্য্যের গন্ধও নেই—রস ও নেই।