পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©Ꮼ মৃচ্ছকটিক । বিট —আচ্ছ তবে বল । শকার —বসন্তসেনাকে মেরে ফ্যালো । বিট –(কর্ণ ঢাকিয় ) ও যে গো অবলা বালা নগর-ভূষণ, ও নহে তে বেশু্যালয়-বেস্তার মতন। প্রেমবর্তী নির্দোষীরে বধি আমি যদি কোন নায়ে পার হব পরলোক-নদী ? শকার –আমি তোমাকে নৌকো দেব। তাছাড়া, এই নির্জন বাগানে মারলে কে তোমাকে দেখতে পাবে ? বিট — দেখিবে গো দশদিশি, দেখিবে গো বনের দেবতা, শশি, দীপ্ত দিবাকর, অন্তরাত্মা জানিবে বারতা । ধৰ্ম্ম, বায়ু, ক্ষিতি, বোম পাপ-পুণ্য-সাক্ষী সবে হেথা ॥ শকার –আচ্ছ। তবে কাপড় দিয়ে ঢেকে মারে । বিট —মূৰ্খ! তুমি অধঃপাতে গেছ । শকার –এই বুড়ো গুয়োরটা অধৰ্ম্ম-ভীরু । আচ্ছা দাস স্থাবরককে বলি। বাছ বাপু দাস স্থাবরক! তোকে সোনার বালা দেব। দাস —যে আজ্ঞে, আমি হাতে পরব। শকার –তোকে সোনার পিড়ি গড়িয়ে দেব। দাস —যে আজ্ঞে, আমি তাতে বস্ব । শকার –আমার সব উচ্ছিষ্ট তোকে দেব !