পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । Ꮌ©Ꮔ দাস —যে আজ্ঞে, আমি খাব ৷ শকার —সকল দাসের সর্দার করে দেব । দাস —যে অজ্ঞে, তা হব । শকার –এখন তবে যা বলি শোন । দাস —যে আজ্ঞে, আর সব করব, কেবল অকার্য্য করব না । শকার –তাতে আকার্য্যের গন্ধ মাত্র নেই । দাস —যে আজ্ঞে, বলুন তবে । শকার –এই বসন্তসেনাকে মেরে ফ্যাল । দাস —প্ৰভু রাগ করবেন না । আমি দাস, ঠাকরণকে ভুলক্রমে এই গাড়ি করে’ এনেছি । শকার –আরে ব্যাটা দাস ! আমার কথা শুচিস্নে ? আমি কি তোর প্রভূ নই ? দাস —আপনি আমার শরীরের প্রভু, চরিত্রের প্রভু নন্‌ — আমার বড় ভয় হচ্চে । শকার –তুই আমার দাস হয়ে কার ভয় করিসূ ? দাস ।--আজ্ঞে, পরলোকের । শকার।—কে সে পরলোক-ব্যাটা ? দাস —আজ্ঞে, পাপ-পুণ্যের ফল । শকার –পুণ্যের ফল কিরূপ? দাস —পুণ্য-ফলে প্ৰভু যেমন সোনায় সোনায় ছয়লাপ । শকার –পাপের ফল কিরূপ ? দাস —পাপের ফলে আমি যেমন পরের অন্ন-দাস । তাই, অকার্য্য আর করব না । শকার –ওরে! তবে তুই মারবি নে ? (নানাপ্রকারে প্রহার)