পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । >Wo> দরিদ্র-ও যদি হয় কুলশীলবান যতনে সেবিবে নারী সপি মন প্রাণ । যে গণিকা অমুরক্ত হয় যোগ্য জনে তাই তার শোভা বলি সৰ্ব্বলোকে গণে ॥ তা ছাড়া :–সহকার-তরুকে সেবা করে পলাশ-বৃক্ষকে কে চায় ? শকার –আরে দাসীর বেটি দাসী ! দরিদ্র চারুদত্তকে সহকার-তরু বলি, আর আমাকে পলাশ গাছ বল্লি, কিংশুকও বল্লিনে ? এই রকম করে তুই আমাকে গালাগালি দিয়ে সেই চারুদত্তের নাম করচিস্ ? - বসং ।—যিনি আমার হৃদয়ে আছেন, তার নাম কেন না করব ? শকার !—সে তোর হৃদয়ের মধ্যে এখন ০ আছে ?—তবে ভালই হল, তোর সঙ্গে তাকে একত্রেই বধ করব। তবে রে দরিদ্র বণিককামুকী বেগু! কোথাকারে । দাড়া—দাড় । বসং ।—বল বল আবার বল—ও আমার গৌরবেরই কথা । শকার –সেই দাসের ব্যাটা চারুদত্ত এখন তোকে রক্ষা করুক । বসং —আমাকে যদি দেখতে পেতেন তা হলে রক্ষা করতেন । শকার – বালি-পুত্র সে কি ইন্দ্র, মহেন্দ্র না সুবন্ধু ? রস্তাপুত্র কালনেমী চাণক্য না ত্রিশঙ্কু ? রুদ্র রাজা ধুন্ধুমার দ্রোণপুত্ৰ জটায়ু ? কিন্তু না, এরাও তোকে রক্ষা করতে পারবে না । চাণক্য বধিল যথা, ভারতের যুগে সেই দেবী জানকীরে জটায়ু বধিল যথা, সেই পুরাতন কালে দেবী দ্রৌপদীরে XY