পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>V98 মৃচ্ছকটিক । শকার –কিরূপ গচ্ছিৎ বস্তু ? বিট —বসন্তসেনা । শকার }—সে চলে গেছে । বিট —কোথায় ? শকার –তোমারি পিছনে পিছনে । বিট –( মনে মনে বিচার করিয়া ) ও সে দিক্ দিয়ে যায়নি । শকার –তুমি কোন দিক্ দিয়ে গিয়েছিলে ? বিট —পূৰ্ব্ব দিক্ দিয়ে। শকার ।—সেও দক্ষিণ দিক দিয়ে গেছে । বিট —আমি দক্ষিণ দিক দিয়েই গিয়েছিলেম বটে । শকার –সেও উত্তর দিক দিয়ে গেছে । বিট —তুমি যে পাগলের মত কথা বলচ্‌। আমার অন্তরাত্মা মুস্থ হচ্চে না—ঠিক কথা বল । শকার –পণ্ডিত ! তোমার মাথায় পা দিয়ে শপথ করচি—এখন নিশ্চিন্ত হও—আমি বসন্তুসেনাকে বধ করেছি । - বিট –( সবিষাদে ) সত্যি বধ করেছ ? শকার –যদি আমার কথায় প্রত্যয় না হয়, তবে রাজ-শুালকবাহাদুরের বীরত্বটা একবার স্বচক্ষে দেখ । ( বসস্তসেনার শরীর প্রদর্শন ) বিট —হা ! কি সৰ্ব্বনাশ !—কি সৰ্ব্বনাশ ! আমি কি হতভাগ্য ! ( মূৰ্ছিত হইয়া পতন ) শকার –হি হি হি–পণ্ডিত মরেছে । দাস —পণ্ডিত মশায়! উঠুন উঠুন। না দেখে-শুনে গাড়ি হাকিয়ে নিয়ে অসায় গোড়ায় আমা হতেই এই স্ত্রীহত্যাটি হয়েচে । বিট –(সংজ্ঞা লাভ করিয়া সকরুণভাবে ) হা বসন্তসেনা ।