অষ্টম অঙ্ক । ১৬৭ । সকরুণভাবে ) বসন্তসনা ! অন্ত জন্ম বেশু। আর হয়ে না সুনারি ! স্বচরিত্রে! শুদ্ধকুল এসে দেহ ধরি’ ॥ শকার –আমার “পুষ্পকরণ্ডক” উদানে বসন্তসেনাকে বধ করে’ ভূই কোথায় পালাচ ?—আমার ভগিনীপতির কাছে এই মোকদ্দামায় তোর জবাব দিতে হবে । ( ধারণ ) বিট —রোশ, পাজি ( খড়গ আকর্ষণ ) শকার –(সভয়ে সরিয়া গিয়া ) কিরে ভয় পেয়েচিস্ ? আচ্ছা তবে যা । বিট –(স্বগত) এখানে থাকা আর উচিত হয় না— আচ্ছ, যেখানে শবিলক চন্দনক প্রভৃতি আছেন সেইখানেই যাই । ( প্রস্থান ) শকার – যেখানে ইচ্ছে মর্গ যা–দূর হ। ওরে বেটা স্থাবরক— কেমন কাজ করেছি ? দাস —আজ্ঞে ! বড়ই খারাপ কাজ করেছেন । শকার –ওরে দাস, কি বলচি ?-খারাপ কাজ করেছি ? আচ্ছ বেশ । ( নানা আভরণ অঙ্গ হইতে খুলিয়া ) এই অলঙ্কারগুলি নে তোকে দিলেম—যে সময়ে আমি এই গুল পরব তখন আমার, নৈলে তোর-বুঝলি ? দাস —এই অলঙ্কারগুলিতে আপনাকেই মানায়—এ নিয়ে আমার কি হবে ? শকার –আচ্ছ। তবে এই বলদ দুটো নিয়ে যা । আর, আমার প্রাসাদের প্রবেশদ্বারের উপরে যে নুতন চূড়-ঘর তৈরি হয়েচে দেই ঘরে তুই গিয়ে থাকৃ যতক্ষণ না আমি যাই। দাস —যে আজ্ঞে । (প্রস্থান)
পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।