পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ মৃচ্ছকটিক । নটী –ওগো-চোটে না—ঠাণ্ডা হও । তুমিই যাতে জন্মান্তরে আমার স্বামী হও তার জন্তই এই উপবাস করচি । স্বত্র –ও তাই ? ওঠে ঠাকরণ ওঠে ; এই ব্ৰত-উপবাসে কি করতে হবে বল দিকি ? নট —আমরা যে অবস্থার লোক তারই উপযুক্ত ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে হবে। স্বত্র –আচ্ছ গিন্নি তুমি তবে যাও—আমাদের অবস্থার উপযুক্ত ব্রাহ্মণাদি আমি নিমন্ত্রণ করচি । \ নটী –আচ্ছ। আমি তবে চল্লেম ( প্রস্তান ) । মুত্র।—(পরিক্রমণ করিয়া ) আশ্চর্য্য ! এই সুসমৃদ্ধ উজ্জয়িনী নগরে আমাদের অবস্থার মত ব্রাহ্মণ এখন কোথায় খুঁজে পাই ? এই যে চারুদন্তের বন্ধু মৈত্রেয় এই দিকে আসূচেন। আচ্ছ ভাল, ওঁকেই জিজ্ঞাসা করি। মৈত্রেয় মহাশয়, সৰ্ব্বপ্রথমে আপনি আমাদের গৃহে এসে আজ আহার করুন । নেপথো –ওহে, অহা ব্রাহ্মণকে নিমন্ত্রণ কর, আমি কার্য্যাস্তরে ব্যাপৃত। স্বত্র –মহাশয় । ভোজন প্রস্তুত—আর স্থানটিও নিঃশক্ৰ—আহারের কোন ব্যাঘাত হবে না । তা ছাড়া কি দক্ষিণ চান বলুন। নেপথ্যে —ওহে ! প্রথমেই তো আমি তোমার নিমন্ত্রণ অগ্রাহ করেছি—তবু বার বার আমাকে জিজ্ঞাসা করচ কেন ? স্বত্র –ইনি তো আমার নিমন্ত্রণ গ্রহণ করলেন না-আচ্ছা ভাল, অন্ত কোন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা যাক । ( প্রস্থান ) ইতি প্রস্তাবনা !