পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Q o মৃচ্ছকটিক । যে হস্তে তিনি আমাকে অভয় দান করেছিলেন ? আচ্ছা দেখি দিকি । ই সেক্ট বুদ্ধোপাসিকষ্ট বটে। লসং ।–( পানীয় অ কাজ ) ভিক্ষু –কি ? –জল চাচ্চে ? কিন্তু পুষ্করিণীট যে দূরে ৷ এখন কি করি ? আচ্ছ, এই কাপড়টা নিংড়ে নিংড়ে জল দি । (তথাকরণ) বসং ।–(সংজ্ঞা লাভ করিয়া উত্থান) ভিক্ষু –(কাপড়ের অঞ্চল দিয়া বীজন) লসং —মহাশয় । আপনি কে ? ভিক্ষু –বুদ্ধোপাসিক ! তুমি আমাকে দশ সুবর্ণ দিয়ে জুয়ারির হাত থেকে মুক্ত করেছিলে—আমাকে কি তোমার স্মরণ হচ্চে না ? লসং —আপনাকে স্মরণ হচ্চে–কিন্তু আপনি যা বলাচন তাতে স্মরণ হয় না—আমি মরে গেলেও ও কথা মুখে আনতে পারব না। ভিক্ষু –বুদ্ধোপাসিক ! একি ব্যাপার? তোমার হয়েছে কি ? বসং —(নৈরাপ্ত্য-সহকারে) বেতার যা হবার তাই হয়েছে । ভিক্ষু। —ওঠে। বুদ্ধাপাসিক ওঠে। —এই গাছটার নিকটে যে লতা আছে তাই ধরে ঠো । (ল তা নামাইয়া) বসং ।—(লত ধরিয়৷ উত্থান) ভিক্ষু —এই মঠে আমার ধৰ্ম্ম-ভগিনী আছেন—সেখানে মনকে সুস্থ করে’ উপাসিক তোমার গৃহে যাও । এখন আস্তে আস্তে চল । মহাশয়ের সব সরে যান্‌—সরে যান্‌—ষ্টনি যুবতী স্ত্রী—আমি ভিক্ষু—আমি অবিকৃত চিন্তে ও কে সঙ্গে নিয়ে যাচ্চি—এই আমার পরিশুদ্ধ ধৰ্ম্ম । সুসংযত হস্ত মুখ সুসংযত ইঞ্জিয়াদি যার