পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । ১৭৩ বিচা –বিচার-কার্য্যে আমরা নিতান্ত পরাধীন—পরমুখাপেক্ষী । অর্থী-প্রত্যৰ্থীয় মনোগত ভাব বোঝা বিচারকের পক্ষে বড়ই ছুক্ষর । অপিচ : সত্যরে প্রচ্ছন্ন করি’ কহে লোকে কত কথা ন্যায়-পরিচুত, নিজ দোষ নাহি বলে মনের বিকারে নিজে হয়ে অভিভূত । পক্ষ বিপক্ষের যদি সহায়ের বলে হয় বলের বর্দ্ধন নিশ্চয় গো তাহ হলে নৃপের নামেতে হয় কলঙ্ক স্পর্শন। ংক্ষেপে বলিতে গেলে বিচারক-অপবাদ সুলভ জগতে, গুণের প্রশংসা তার বহু দূরে অবস্থান করে তাহ হতে ॥ লুকাইয়া নিজ দোষ রোষ-বশে কহে কথা দ্যায়-বিরহিত বিচার-অালয়ে যেগো —উভয়-পক্ষের দোষে হইয়া দুষিত করে সে বিষম পাপ ; —পরলোকে অধোগতি নিশ্চয় তাহার। ংক্ষেপে বলিতে গেলে বিচারক যশোহীন—অপযশ ই সার ॥