পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । እግ¢ শোধনক।–(সভয়ে) কি সৰ্ব্বনাশ ! প্রথমেই রাজার শাল কাৰ্য্যার্থী ? আচ্ছ, মহাশয় একটু দাঁড়ান, আমি বিচারক-মহাশয়কে বলে আসি । (নিকটে আসিয়া) মহাশয় রাষ্ট্রয় শ্যালক কাৰ্য্যপ্রার্থ উপস্থিত আছেন। বিচা –কি ? প্রথমেই রাষ্ট্রয় শালক কাৰ্য্যার্থী ? স্বৰ্য্যোদয়ে রাহুগ্রাসের স্তায় কোন মহাপুরুষের আজ নিপাত হবে দেখচি। শোধনক । আজ অন্ত মোকদ্দমার কাজে আমরা বাস্ত, বাহিরে গিয়ে তুম তাকে এই কথা বল যে “যান, আজ আপনার , মোকদ্দমার বিচার হবে না ।" শোধ —যে অজ্ঞে । (প্রস্থান করিয়৷ শকারের নিকট গিয়া) মহাশয় ! fবচাবক-মহাশয় বল্লেন “আজ যান, আজ আপনার মকোদমার বিচার হবে না ।” শকাব । -(সক্রোধে ) কি ! আমার মোকদ্দমার বিচার হবে না ? "াদি বিচার না হয, তাহলে ভগিনীপতিকে বলে’, রাজা পালককে বলে’, ভগিনীকে বলে, মাকে বলে এই বিচারককে দূর করে দিয়ে এখানে অন্ত বিচারককে-এনে বসাব । শোধ । --রাষ্ট্ৰীয়-শু্যালক-মহাশয়! দাঁড়ান, আমি বিচারপতি মহাশয়কে জানিযে আসি। ( বিচারপতির নিকট গিয়া ) রাষ্ট্ৰীয়গুলক-মশায় অত্যন্ত কুপিত হযেছেন। (খালকের কথাগুলি নিবেদন করিয়া) বিচা —এই মূখটার পক্ষে সকলষ্ট সম্ভব। বাপু ! তাকে বল— “আসুন, আপনার মোকদ্দমার আজই বিচার হবে।” শোধ । —(শকারের নিকট গিয়া) মহাশয়! বিচারপতি-মহাশয় আপনাকে আসূতে বলেন। শকার –প্রথমে বলে “বিচার হবে না”—এখন আবার বলে “বিচার হবে”—তবে বিচারপতির নিশ্চয়ই ভয় হয়েছে—এখন যা আমি বলব