পাতা:মৃচ্ছকটিক.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Aや মৃচ্ছকটিক । তাই বিশ্বাস করবে। আচ্ছা আমি যাচ্চি । (প্রবেশ করিয়া নিকটে গিয়া, আমি অত্যন্ত সুখী হলেম—আপনাদেরও সুখী করা না করা সেও আমারই হাতে । - বিচা –(স্বগত) কি আশ্চর্য ! বিচারার্থ যে একেবারে স্থির-সংস্কার দেখচি । (প্রকাশু্যে) বসুন । শকার –ই এ সব তো আমারই জায়গা—যেখানে আমার ইচ্ছে হবে সেইখানেই বস্ব। (শ্রেষ্ঠীর প্রতি) আমি এইখানে বসি—(শোধনকের প্রতি) না না, এইখানে বসি (বিচারপতির মস্তকে হস্ত দিয়া) না, এইখানে বসি (ভূমিতে উপবেশন) রিচা —আপনি বিচারপ্রার্থ ? শকার ।—ই । বিচা । কি হয়েছে বলুন। শকার –কানে কানে বলা । আমি তো যে-সে লোক নষ্ট । কত বড় কুলে আমার জন্ম । রাজার শ্বশুর মোর পিতা, রাজা মোর পিতার জামাতা । আমি রাজ শু্যালক যেমতি রাজাও আমার ভগ্নিপতি। বিচা -আমি সমস্তই অবগত আছি । কি হইবে বল ওগো কুলের শিক্ষায় ? -চরিত্র মূল-কারণ হেথায় । হোক না উৰ্ব্বর ক্ষেত্র অতীব সুচারু, বাড়ে না কি তাহে হীন.কণ্টকের তরু ? তা, নালিশট কি বলুন।