পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । >ግ > বৃদ্ধ —(নিকটে গিয়া ) পণ্ডিত-মহাশয়! আপনার সুখ-সমৃদ্ধি হোকৃ! বিচা —এসো বাছা—বোসে । বৃদ্ধ —এই বস্চি–(উপবেশন ) শকার – আক্ষেপ-সহকারে ) এসেছিল বুড় কুটনি, তুই এসেছিল ? বিচা –ওগো, তুমি কি বসন্তসেনার মা ? বৃদ্ধ –আজ্ঞে হঁ । বিচা –আচ্ছা, বসন্তসেনা এখন কোথায় ? বৃদ্ধ –মিত্রের ঘরে । বিচা —তার মিত্রের নাম কি ? বৃদ্ধ –(স্বগত) ছি ছি ! এ যে বড় লজ্জার কথা । (প্রকাশুে ) এ কথা ইতর লোকেই জিজ্ঞাসা করতে পারে, এ কথা জিজ্ঞাসা করা বিচারপতির যোগ্য নয় । বিচা –লজ্জা কোরে না—এ বিচারের প্রশ্ন । শ্ৰেষ্ঠ কায়স্থ –এ বিচারের প্রশ্ন, এতে কোন দোষ নেই—বল । বৃদ্ধ –কি ? বিচারের প্রশ্ন ? তা যদি হয় তবে বলচি গুমুন। বনিক বিনয়-দত্তের নাতি, সাগর-দলের পুত্র, খ্যাতনামা শ্ৰীযুক্ত চারুদস্তু বণিক-পটিতে র্তার নিবাস–সেইখানে আমার কন্যা যাতায়াত করেন । শকার।—মহাশয় শুনলেন ? এ কথাগুল লিখে নিন্‌—সেই চারু দত্তের সঙ্গে আমার বিবাদ । শ্ৰেষ্ঠী কায়স্থ ।--আচ্ছা, লিখে নিচ্চি । বিচা –দেখ ধনদত্ত । বসন্তসেনা চারুদত্ত মহাশয়ের গৃহে গেছে এই কথা বিচারের প্রথম পাদ বলে' লেখো । কি ?—চারুদত্ত-মহাশয়কেও কি আমাদের আহবান করতে হবে ?—“আমাদের” এ কথা বলাটা এ