পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । واسbلا ठानtश क्षिाउछ् शंउ তবু তাহা কেন নাহি হতেছে দহন ? চারিত্র্য নাশিছ 5র তব দেহ কেন পৃথ্বী না করে হরণ ? চারুদত্ত-মহাশয় কেমন ক’রে এ অকার্য্য করবেন ? জলের আপার মাত্র করি’ রত্নাকরে ধন-রত্ন বিতরিল যে গে অকাতরে, কল্যাণ-নিধান সেই মহাত্মা সুজন কেমনে করিবে এই পাপ আচরণ ? —না পারে করিতে যাহা কোন শত্রু জন ॥ শকার –কি ? পক্ষপাত করে বিচার করা হচ্চে ? বুদ্ধ —দ্যাখ, হতভাগা ! ওঁর কাছে যে স্বর্ণ-অলঙ্কারগুলি গচ্ছিৎ রাখা হয়েছিল তা যখন চোরে চুরি করে নিয়ে যায়, তখন তিনি তার পরিবর্তে চতুঃসমুদ্রের সার বহুমূল্য একটা রত্নমালা দেন-সেই উনি এখন কিনা অর্থের লোভে এই অকার্যা করবেন ?—যাদু বসন্তসেনা ! বাছ আমার কোথায় গেলি ? (রোদন) বিচা ।–চারুদত্ত-মহাশয়! তিনি কি পদব্রজে গিয়েছিলেন—ন, গাড়ি চড়ে ? 動 চারু –না না—আমি স্বচক্ষে দেখিনি, তাই আমি বলতে পারিনে তিনি পদব্রজে গিয়েছিলেন, কি গাড়ী চড়ে গেয়েছিলেন । তাড়াতাড়ি বীরকের প্রবেশ । পদাঘাত-অপমানে, হইয়াছি চন্দনের এবে শক্র ঘোর {