পাতা:মৃচ্ছকটিক.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ես মৃচ্ছকটিক । চার –এক্ট যে আমার সৰ্ব্বকালের মিত্র । এসে সখা এসো—এক্ট খানে বোসে । বিদু —এই বসূচি ; দেখ সখা, তোমার প্রিয়বয়স্ত চূর্ণবৃদ্ধ জাতী ফুলের গন্ধে ভরপুর এই চাদরটি পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন, “দেবকার্য শেষ হয়ে গেলে চারুদন্তকে এইটি দেবে" । ( সমর্পণ ) চারু (গ্রহণ করিয়া সচিন্তভাবে অবস্থান ) । বিদু। গ্ৰহ! ভাবচ কি ? চারু । সখী ! ঘন অন্ধকারে যথা দীপের দশন iঃখ-ভোগ-পরে সুখ তেমনি শোভন । যে জন সুখের পর ধন-বিরহিত শরীর ধারণ করি বাচিয়া সে মৃত ॥ বিদু –আচ্ছা সখা, মরণ ও দারিদ্রা এ দুয়ের মধ্যে তোমার কিসে অভিরুচি ? চারু । সখী ! দারিদ্র মৃত্যুর মধ্যে মৃত্যুতেই রুচি মোর জেনো তুমি বেশ । অল্পষ্ট মরণে কষ্ট, দারিদ্র্যের অবস্থায় যাতনা অশেষ ৷ বিদু —সখা, দুঃখ করে আর কি হবে ? যে ধন-ঐশ্বর্য সহজ্জনের মধ্যে সংক্রামিত হয়, তা সুরলোকের পীতশেষ প্রতিপদ-চন্দ্রের মত অধিকতর রমণীয়। চারু —সখা, অর্ণ-দৈন্তে আমার কষ্ট হয় না–কিন্তু :– এষ্ট শুধু দুঃখ মোর —অর্থহীন বোলে গৃহে না আসে অতিথী,