মৃচ্ছকটিক । يسوا سراج উদ্যানে গিয়ে দেখে এসে দিকি, সেখানে কোন মৃত স্ত্রীলোকের শরীর পড়ে আছে কি না । বীরক —যে আজ্ঞে । (প্রস্থান ও পুনঃ প্রবেশ) সেখানে গিয়েছিলেম, দেখলেম বটে একজন স্ত্রীলোকের মৃত শরীর হিংস্র পশুর ভক্ষণ করেছে । , শ্ৰেষ্ঠ কায়স্থ –কিরূপে জানলে স্ত্রীলোকের শরীর ? বীরক —চুল, হাত, পা প্রভৃতি অঙ্গের অবশিষ্ট অংশ যা পড়ে আছে তাই দেখে । বিচা –ওঃ ! বিচারের অনুমানে ও বাস্তবিক ঘটনায় কতটা বৈষম্য ! যতই নিপুণ ভাবে করি গো বিচার ংশয়ের জাল হয় ততই বিস্তার । দগুনীতি এইস্থলে পরিষ্কার—সুসংলগ্ন অতি, পঙ্কগত বৃষ-সম অবসন্ন কিন্তু মোর মতি ॥ চারু —(স্বগত) যেমনি কুমুম কোন উঠে গো ফুটিয়া, অমনি মধুপকুল আসে গো জুটিয়া । এমনি গো মামুষের বিপদের কালে অনর্থ পাইয়া ছিদ্র আসে পালে পালে ॥ বিচা –চারুদত্ত মহাশয় —এখন সত্য কথা বলুন। চারু – পর-গুণে:দ্বেষ তার হ্রাত্মা যে অতি, রাগান্ধ যে, পরের বিনাশে তাঁর মতি । জাতি-দোষ-বশে সে গো মিথ্যা যাহা কহে গ্রাহ কিনা তাহা—তা কি বিচারের, নহে ?
পাতা:মৃচ্ছকটিক.djvu/২০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।