পাতা:মৃচ্ছকটিক.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অঙ্ক । ՖԵ-> অপিচ 2— পুপ লাগি কুসুমিত লতাট হটতে যে-আমি পারিনে কভু কুসুম তুলিতে করিব কি সেক্ট আমি তাহাবে হনন অলি-কৃষ্ণ দীর্ঘ কেশে কবি আকর্ষণ —শুনিয়াও তার সেই আকুল ক্ৰন্দন ? শকার –০গে বিচারক-মহাশয ! তোমরা কি পক্ষপাত করেই বিচার করবে ? এখনো দুবাত্মা চারুদত্তকে আসনে বলতে দিয়েছ ? বিচা —বাপু শোধনক ! আচ্ছা উনি যা বলচেন তাই কর। ( শোধনক তথা করণ ) চাক –বিচারক মহাশয় ! সুবিচার করুন, স্ববিচার করুন। ( আসন হইতে নামিয়া ভূমে উপবেশন) শকাব –(সহৰ্ষে নৃত্য করিয়া) হি হি! আমার কৃত পাপ এখন অন্তের ঘাড়ে পড়েছে । এখন যেখানে চারুদত্ত ৰসেছে আমি সেই খানে গিয়ে বসি । চারুদণ্ড । অামার দিকে তাকা ৪ দিকি । এখন তবে লিনা “আমিষ্ট বধ করেছি” । চাক –দেখুন বিচারপতি-মহাশষ । ( “পরের গুণেতে" ইত্যাদি পুনৰ্ব্বাল পাঠ করিযা—নিঃশ্বাস ফেলিয়া স্বগত ) মৈত্ৰেয সুহৃদ ওগো ! একি হল দায় ? দ্বিজ-বংশ প্রিয়ে গো । কি কলঙ্ক হায় ! রোহসেন । না দেখিস এ বিপদ মোর ? —বৃথা রে ক্রীড়ামোদে রয়েচিল ভোর। সাষ্ট হোক, বসন্তসেনার সমাচার জানবার জন্ত, আর সোনার খেলনা