১৯৪ মৃচ্ছকটিক । শ্ৰেষ্ঠী কায়স্থ —তবে কার ? . চারু -এই ঠাকরণটির কন্যার । শ্ৰেষ্ঠ কায়স্থ –কি করে এগুলি তার অঙ্গচু্যত হল ? চারু —এইরূপে হয়েছিল—আসল কথাটা এই— শ্ৰেষ্ঠ কায়স্থ –চারুদন্ত-মহাশয় । সত্য কথা বলুন। দেখুন : সত্যে হয় সুখলাভ, পাতকী হয় না কভু সত্যবাদীজন । দু-অক্ষর হইলেও, সত্যেরে অসত্য দিয়া কোরোনা গোপন | চারু —এ আভরণগুলি কোন আভরণ তা আমি জানিনে—কিন্তু আমার গৃহ হতে আনা হয়েছে এই মাত্র জানি । শকার –আমার উদ্যানে প্রবেশ করে’ বসন্তসেনাকে হত্যা করে* অলঙ্কারগুলি তুই হস্তগত কলি—এখন আবার ভাড়াচ্চিস্ ? বিচা –চারুদন্ত মহাশয় । সত্য বলুন, নতুবা :– দেখুন ভাবিয়া মনে, হইবে গো আপনার কি দারুণ দশা, আমাদের ইচ্ছামতে, পড়িবে কোমল গাত্রে n সুকৰ্কশ কশ ৷ চারু -- নিষ্পাপ কুলেতে আমি, করিয়াছি জনম গ্রহণ —কোন পাপ নাহি মোর মনে । তথাপি করেন যদি অনুমান—আমি পাপী জন, —কি হবে এ নিষ্পাপ জীবনে ? (স্বগত) বসন্তসেনার বিরহে আমার জীবনেই বা প্রয়োজন কি ? (প্রকাণ্ডে) দেখুন কি আর অধিক বলা :–
পাতা:মৃচ্ছকটিক.djvu/২০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।