এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৯৮ মৃচ্ছকটিক । উত্তীর্ণ না হলে তবে, আমারে উচিত ছিল কর্কচে অর্পণ । রিপুৰ বচনে যদি, প্রাণদণ্ড দিয়া বিপ্ৰে করহ নিগ্ৰহ তা হলে পতিত হবে, ঘোর নরকের মাঝে পুত্র-পৌত্রসঙ্গ | চল আমি যাচ্চি । (সকলের প্রস্থান) ইতি বিচার নামক নবম অঙ্ক । দশম অঙ্ক । দৃশ্য —দক্ষিণ শ্মশানের পথ । দুই জন চণ্ডালের সহিত চারুদত্তের প্রবেশ । উভয় – জান না তোমরা সবে, এই পথ দিয়া কেন মোদের গমন ? --নববধ্য জনে মোর, বাধিয়া লইয়া যেতে পটু বিলক্ষণ । অবিলম্বে কাটি মাথা, সুকৌশলে করি বধ্যে শূলে আরোপণ । মহাশয়র সরে যান ! সরে যান ! ইনি চারুদস্তু মহাশয় । বধ্যে ধুত করি মোর —সাজাইগো করবী-মালায় ।