পাতা:মৃচ্ছকটিক.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । ఇథిరి চারু।–(শুনিয়া সকরুণভাবে ) বাপু ! স্বজাতির মধ্যে তোমরা অতি ভাল লোক, তোমাদের কাছে আমি একটি ভিক্ষ চাই । চণ্ডালদ্বয় –কি ! ব্রাহ্মণ হয়ে আমাদের কাছে ভিক্ষা ? চারু –শিব শিব! তোমরা কি চণ্ডাল ? “ যে দুরাচার রাজা পালক সত্য মিথ্যা কিছুই পরীক্ষা করলে না, সেই চণ্ডাল। তার পরলোকার্থেই আমি পুত্রমূখ দর্শনের প্রার্থনা কচি ৷ চণ্ডালদ্বয় –আচ্ছা, তুমি পুত্রের মুখ দর্শন কর। নেপথ্যে –হাঁ তাত ! হাঁ পিতঃ ! চারু –( শুনিয়া করুণ ভাবে ) শোনো বাপু ! তোমরা আমাকে এই ভিক্ষাটি দেও। চণ্ডালদ্বয় –ও রে! তোরা সব পথ ছেড়ে দে ! চারুদত্ত পুত্রকে দেখতে চান। এই দিক দিয়ে মহাশয় এই দিক দিয়ে। ওরে বালক ! এই দিকে আয় । চারুদত্তের পুত্রকে লইয়া মৈত্রেয় বিদূষকের প্রবেশ । বিদু —শীঘ্ৰ আয়রে বাবা শীঘ্র আয় ! দ্যাখ, তোর পিতাকে বধ করতে নিয়ে যাচ্চে। বালক –হাঁ তাত ! হা পিতঃ ! বিদু —হ! প্রিয় সখা! কোথায় তুমি ? চারু —(পুত্র ও মিত্রকে দেখিয়া ) হা পুত্ৰ ! হা মৈত্রেয় ! (করুণ ভাবে ) ও: ! কি কষ্ট । পরলোকে তৃষ্ণাতুর আমি যে গো রব চিরক্ষণ.