পাতা:মৃচ্ছকটিক.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৬ মৃচ্ছকটিক । চারু —“বিমল জোছনা সম” ইত্যাদি । অপর চণ্ডাল –ওরে । পুনৰ্ব্বার ঘোষণা করে দে । চারু — ঘটয়াছে কি দুর্দশা—বিপদ মহান যার ফলে প্রাণ মেরি হয় অবসান । “আমি বধিয়াছি তারে”—শুনি এ ঘোষণা আরো হয় হৃদে মোর দারুণ যাতন ॥ প্রস্থান ) দৃশ্য—প্রাসাদ। প্রাসাদের উপর শৃঙ্খলাবদ্ধ স্থাবরক আসীন। স্থা –(ঘোষণা শুনিয়া ব্যাকুল ভাবে) কি ? নির্দোষী চারুদন্তের প্রাণদণ্ড হচ্চে ? হায় । আমি এখন নিরুপায়— প্রভু আমাকে শৃঙ্খলাবদ্ধ করেছেন । আচ্ছা, আমি খুব চেচিয়ে বলি যাতে সবাই শুনতে পায় —শুনুন মহাশয়রা শুনুন ! আমি এই পাপী ভুলক্রমে গাড়ি বদল করে পুষ্পকরণ্ডক উদ্যানে বসন্তসেনাকে নিয়ে গিযেছিলেম, তার পর আমার প্রভু তাকে বলেন “তুই আমাকে চাস্নে ?" —এই বলে গল টিপে তাকে মেরে ফেলেন। আমার প্রভুই মেরেছেন— উনি মারেন নি। হায় ! দূর বলে আমার কথা কেউ শুনতে পেলেন । এখন তবে কি করি ? নীচে কি লাফিয়ে পড়ব ? যদি নীচে একবার পড়তে পারি, তা হলে চারুদন্তের প্রাণটা বেঁচে যায়। আচ্ছা, এই ছাদের উপরকার ঘরে যে ভাঙ্গা জানলা আছে সেই জানা দিয়ে নীচে পড়ে বাই। বরং আমি মরি সেও ভাল, তবু সাধু সজ্জনের বিনি মাশ্রয়,