পাতা:মৃচ্ছকটিক.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । ২•৭ সেই চারুদত্ত-মহাশয়ের প্রাণটা যেন না যায়। এই রকমে যদি আমার মৃত্যুও হয়, তবু আমার তাতে স্বৰ্গলাভ হবে। (নীচে পতন) কি আশ্চৰ্য্য! আমি তো মলেম না—আমার পায়ের বেড়িটা শুধু ভেঙ্গে গেল। চণ্ডালদের ঘোষণা-শব্দ যেখান থেকে আচে, এখন তবে সেই দিকৃপানে যাই । ওরে চণ্ডালেরা ! সৰ্ব সর, পথ ছেড়ে দে। চণ্ডাল দ্বয় –ওরে কে তুষ্ট? কেন পথ ছাড়তে বলচি ? দাস —কেন বলি, শোন।--(পূৰ্ব্বোক্ত সমস্ত ঘটনা বর্ণন) চারু —একি ? কাল-পাশে বদ্ধ আমি, এ সময়ে না জানি কে হল উপনীত । অবৃষ্টিতে নষ্ট-প্রায় শস্ত-পরে দ্রোণ মেঘ যেন সমূদিত ॥ ও গো ! তোমরা সব শুনলে ? ডরি না মরণে আমি শুধু ডরি কলঙ্কাপমান । নির্দোষী অামার মৃত্যু হবে পুত্র-জনম-সমান । তা ছাড়া :– করি নাই তার প্রতি শত্রু ব্যবহার, ক্ষুদ্র সেগো নীচাশয়, অল্প বুদ্ধি তার। নিজে দোষী হয়ে, তার বিষমাখা শরে এ মোর বিমল যশ কলুষিত করে। চণ্ডালদ্বয় –স্থাবরক ! তুই কি সত্যি কথা বলচি ? দাস —সত্য বলচি ৷ পাছে আমি কাউকে এ কথা বলে দি, এই