পাতা:মৃচ্ছকটিক.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> е মৃচ্ছকটিক । চারু । সখা, দারিদ্র্যই পুরুষের ;– চিন্তার আশ্রয়-স্থান পর তিরস্কার-ভূমি, শক্রতা-কারণ, মিত্রের ঘৃণার পাত্র স্বজন আত্মীয়দের বিদ্বেষ-ভাজন । বনে লেতে মন যায় দরিদ্র জনের লাঞ্ছনা-গঞ্জনা সহে নিজ কলত্রের। না দহে গো একেবারে হৃদি-শোকানল মৰ্ম্মে মৰ্ম্মে দেয় তীব্র সন্তাপ কেবল ॥ গৃহে-দেবতাদের পূজা আমার শেষ হয়েছে—এখন তুমি রাজপথের চৌমাথায় গিয়ে মাতৃগণের পূজা দিয়ে এসো। বিদু –না আমি যাব না । চারু —কেন বল দিকি ? বিদু।–এত পূজা-আর্চ করেও যখন দেবতার তোমার প্রতি প্রসন্ন হলেন মা—তখন দেবতাদের পূজা দিয়ে কি ফল ? চারু । সখী ! নানা তা নয়। এটি গৃহস্থের নিত্য কৰ্ত্তব্য কৰ্ম্ম । মনোবাকা তপস্তায় বলি উপহারে পূজা দিলে দেবতারে পরিতুষ্ট হন তারা, শান্ত-চিন্তজনদের কি ফল বিচারে ? অতএব যাও, মাতৃদের পূজা দিয়ে এসো। বিদু –না হে না, আমি যাচ্চিনে। আর কেউ গিয়ে পূজা দিয়ে আসুক। আমার মত ব্রাহ্মণের সকলি বিপরীত ফল ফলে –আশির ভিতরকার ছায়ার মত বাম দিক দক্ষিণ হয়ে যায়, দক্ষিণ দিক বাম হয়ে