পাতা:মৃচ্ছকটিক.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ e মৃচ্ছকটিক । চুরি করার আমি ওকে ধরে মেরেছিলেম, আর বন্ধ করে রেখেছিলেম— তাষ্ট ও শক্রত করে যা এখন বলচে তাকি কখন সত্য হতে পারে ? (আড়ালে দাসকে স্বর্ণ বলয় প্রদান করিয়া চুপি চুপি ) শোন বাছা স্থালরক দাস ! এই নে—এখন মিথ্যে করে’ বল । দাস —(লষ্টয়) কর্তারা সব দেখুন দেখুন! কি আশ্চৰ্য্য! আমাকে আবার সুবর্ণের লোভ দেখাচ্চে । শকার –(স্বর্ণ-বলয় ছিনিয়া লইয়া) এই সেই মুবর্ণ যার দরুণ ওকে আমি কয়েদ করে রেখেছিলেম। (সক্রোধে ) ও আমার সুবর্ণভাণ্ডাবের রক্ষক ছিল ; তার পর, ও চুরি করায় ওকে ধরে আমি খুব প্রহার করি—যদি বিশ্বাস না হয়, ওর পিঠ টা একবার দেখুন। চণ্ডালদ্বয় –( দেখিয়া ) এ উত্তম কথা । রাগ হলে লোকে আবল তাবল কত কথাই না বলে। দাস —কি আশ্চর্যা ! এইরূপষ্ট ভূত্যের দশা, সত্য বল্পেও কেউ বিশ্বাস করে না । ( করুণ ভাবে ) চারুদত্ত মহাশয়! আমার যা সাধ্য আমি করলেম । (পদতলে পতন) চারু —(করুণ ভাবে) ওঠে ওঠে, আহ তুমি বিপন্ন সাধুর প্রতি কতষ্ট সদয় । নিঃস্বার্থ বান্ধব ওগো ! ধৰ্ম্মশীল ! কোথা হতে সহসা উদয় ? মম প্রাণ রক্ষা তরে, করিলে কতই যত্ন, তবু দৈব বাম । আর কি করিবে বল, কিনা করিয়ছ তুমি বঁাচাইতে প্রাণ ৷