* >。 মৃচ্ছকটিক । রোহ ।—( কাদিতে কঁাদিতে পদতলে পতন ) শকার –ওরে ; আমি বলছি শোন, বাপ ছেলে দুজনকেই বধ কর। চারু (—( ভয়ের অভিনয় ) চণ্ডালদ্বয় —দুজনকেই বধ করতে হবে এরূপ তো রাজাজ্ঞা নয় । তাই বলচি, যারে ছেলে মা ! (বালক ও মৈত্রেয়কে বাহির করিয়া দেওন) চণ্ডালদ্বয় —এই তৃতীয় ঘোষণা স্থান—আর একবার ট্যাডর পিটে দে ! (পুনৰ্ব্বার ঘোষণা) শকার –(স্বগত) লোকেরা বিশ্বাস কচ্চে না (প্রকাশ্রে) ওরে বাটা বামনা চারুদত্ত ! লোকেরা যে বিশ্বাস করচে না–তা তুই নিজ-মুখে এই কথা বলা যে “আমি বসন্তসেনাকে বধ করেছি"। চারু —(নীরব ) শকার –ওরে চণ্ডাল ! দেখ, চারদত্ত কথা কচ্চেনা—টjiডর পেটাবার এই বঁাশের কাঠির বাড়ি ওকে পিটিয়ে পিটিয়ে কথা বের কর না । চাণ্ডাল –( প্রহার করিতে উদ্যত হইয়া ) চারুদত্ত ! দোষ স্বীকার কর, কথা কও ৷ চার – ( করুণ ভাবে ) পড়িয়া এ ঘোরতর বিপদ-সাগরে নাহি কোন ত্রাস কিম্বা বিষাদ অন্তরে। নিন্দা-বহ্নি শুধু মোরে দহে অবিরত, বলে কিনা—করিয়াছি প্রিয়ারে নিহত ॥ শকার –নিজ মুখে স্বীকার কর যে তুই বসন্তসেনাকে মেরেচিস । চারু —পৌরজন ! তোমরা সকলে শোনো । “আমি গো নৃশংস অতি" ইত্যাদি পুনৰ্ব্বার পাঠ ।
পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।