পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨28 মৃচ্ছকটিক । চার --- প্রবল পুরুষ বাকো; আর ভাগ্য দোষে আমি হয়েছি দুষিত । যদি থাকে ধৰ্ম্ম মোর, তাহার প্রভাবে প্রিয় হয়ে উপস্থিত থাকুন স্বরগে কিম্বা সেখানেই এবে তিনি হোন অবস্থিত ) আপন স্বভাব-গুণে, করুন কলঙ্ক মোর শীঘ্র অপনীত ॥ হুগো ! এখন আমার কোথায় যেতে হবে ? চণ্ডালদ্বয় –(সম্মুখে দেখাইয়া 'ওগো ! ঐ দক্ষিণ শ্মশান দেখা যাচ্চে, যা দেখবামাত্রই বধ্যদের ঝট করে প্রাণ বেরিয়ে যায়। ঐ দেখ :– শূল হতে গেছে পড়ি দেহ আধখানি, দীর্ঘকায় শৃগালের করে টানাটানি । অৰ্দ্ধ দেহ আছে লগ্ন শূলের উগরে –বাদানিয়া মুগ যেন অট্ট হাস্ত করে ॥ চারু —হ ! আমি কি হতভাগ্য ! এইবার আমার সব শেষ হবে। ( আবেগের সহিত উপবেশন ) শকার –তবে আর যাৰ না—চারুদন্তকে কি রকম করে’ বধ করে দেখা যাক্ । ( পরিক্রমণ করিয়! দৰ্শন ) কি ?—বসে আছে যে ? চণ্ডালদ্বয় --চারুদত্ত ! ভীত হয়েছ ? চারু – সহসা উত্থান করিয়া ) মুর্থ! “ডরি না মরণে আমি” ইত্যাদি ।