পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক | ミ)ぐ চাগুলি –চারুদত্ত মহাশয় । আকাশে যে চন্দ্র স্বৰ্য্য থাকেন তাদেরই যখন বিপদ উপস্থিত হয়, তখন মরণ-ভীরু মানবের তো কথাই নেই— এ সংসারে কেউ বা উঠে আবার পড়চে, কেউ বা পড়ে' আবার উঠচে । ৪ঠন পড়ন জেনো শবেতেও আছে, কখন কখন তারা মরিয়াও বঁাচে । এই সব হৃদি-মাঝে করিয়া সুস্থির আপনারে শাস্ত কর—হয়ে না অধীর ॥ ( দ্বিতীয় চাণ্ডালের প্রতি )—এই চতুর্থ ঘোষণার স্থান—এসো আমরা আবার একবার ঘোষণা করে দি । ( উদ্‌ঘোষণ) চারু —হা প্রিয়ে বসন্তসেনা ! “বিমল জোছনী সম" ইত্যাদি । ব্যস্তসমস্ত হইয়া বসন্তসেনাকে লইয়া ভিক্ষুর প্রবেশ। ভিক্ষু —আহা ! এই পরিশ্রান্ত বসন্তসেনাকে আশ্বাস দিয়ে নিয়ে যাচ্চি—এতে আমার সন্তাস-ধৰ্ম্ম সার্থক হল —উপাসিক ! তোমার কোথায় যেতে হবে ? বসং ।–চারুদত্ত মহাশয়ের গৃহে। ও গো ! তুমি সেই শশাঙ্ককে দেখিয়ে এই কুমুদিনীকে একটু আনন্দ দেও। ভিক্ষু।–(স্বগত) কোন পথ দিয়ে ঘাই ?—(চিন্তা করিয়া) আচ্ছ এই রাজপথ দিয়ে যাওয়া যাক্ ! এসো—এই রাজপথ । কিন্তু এই রাজপথে একটা কি ভয়ানক কোলাহল শোনা যাচ্চে না ? বসং –(সম্মুগে নিরীক্ষণ করিয়া ) এ কি ! সম্মুখে যে ভয়ানক লোকের ভীড় । মহাশয়, আপনি কি জানেন ব্যাপারটা কি ? বমুন্ধর