পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ মৃচ্ছকটিক । যেন বিষম ভারাক্রাস্ত—মনে হচ্চে যেন সমস্ত উজ্জয়িনীর লোক এক স্থানে এসে বাস করচে । চাণ্ডাল –এই “তো শেষ ঘোষণার স্থান –ট্যান্ডুরাটা পিটিয়ে উচ্চৈস্বরে ঘোষণা করে দেও ! ও গো চারুদত্ত ! স্থির হয়ে থাকো— মা ভৈঃ !.শীঘ্রই তোমাকে বধ করচি । ভিক্ষু —দেখ উপাসিক ! তোমাকে চারুদন্ত হত্যা করেছেন এষ্ট কথা বলে’ ওঁকে বধ করতে নিয়ে যাচে । বসং 1–( শুনিয়া বস্ত-ত্রস্তভারে ) হায় হয় ! এই হতভাগিনীর জন্ত চারুদন্ত মহাশয়কে বধ করতে নিয়ে যাচ্চে ? ও গো ! শীঘ্র আমাকে পথ দেখিয়ে নিয়ে চল । ভিক্ষু —উপাসিক ! শীঘ্ৰ চল শীঘ্ৰ চল—চারুদন্ত মহাশয় বেঁচে থাকৃতে থাকৃতেই তাকে গিয়ে আশ্বস্ত কর। মহাশয়রা ! পথছেড়ে দিন পথছেড়ে দিন । বসং —পথ ছেড়ে দিন-পথ ছেড়ে দিন । চণ্ডাল --রাজার আদেশ । এখন যাদের স্মরণ করবার তাদের স্মরণ ককণ । চারু —অধিক আর কি বলা "প্রবল পুরুষ বাকো" ইত্যাদি। চণ্ডাল –( খড়গ আকর্ষণ করিয়া ) চারুদত্ত মহাশয়! মুখ উঠিয়ে সিধে হয়ে দাড়ান, এক কোপেই আপনাকে স্বৰ্গস্থ করচি । চারু —(তথা অবস্থান ) চণ্ডাল —(খঙ্গাঘাত করিতে গিয়া খড়গ হস্ত হইতে পতন ) আরে, একি হল ? কোষ হতে এই খড়গ আকৰ্ষিয় রোষে মুঠো করে ধরে ছিন্ত খুব মতে কোশে ।