দশম অঙ্ক | ২১৭ দারুণ অশনি-সম এই মোর অসি কি করিয়া ধরাতলে পড়িলরে খসি’ ? এরূপ যখন ঘটল, তখন আমার মনে হয়, চারুদন্ত মহাশয় মরচেন না। ভগবতি সহ-শৈল-বাসিনি ! প্রসন্ন হও, প্রসন্ন হও । যদি চারুদন্তকে বঁচিয়ে দিতে পারেন, তাহলে সমস্ত চণ্ডাল কুল অনুগৃহীত হবে । , ২ চণ্ডাল ।—এখন যেরূপ আদেশ পাওয়া গেছে, সেইরূপ কাজ করা যাক্ । প্রথম –স্থা, তা বৈ কি । (উভয়ে চারুদত্তকে শূলে চড়াইতে উদ্যত ) চারু।–“প্রবল পুরুষ বাক্যে" ইত্যাদি। ভিক্ষু ও বসন্তসেন -( দেখিয়া ) মহাশয়র ক্ষান্ত হোন্—ক্ষাস্ত হোন্--ও কাজ করবেন না। শুনুন মহাশয়র ! আমিই সেই হতভাগিনী যার দরুণ ও কে বধ করা হচে । চণ্ডাল —( দেখিয়া ) কে এ বামা ত্বরা করি’ আসিছে হেথায়, সুচারু চিকুন-ভার স্বন্ধেতে লুটায়, উৰ্ব-হস্তে বলে শুধু,“বোধো না উহায়” ? বসং —চারুদন্ত মহাশয়! একি ব্যাপার ? (বক্ষের উপর পতন , ভিক্ষু।–চারুদন্ত মহাশয় ! ব্যাপারটা কি ? ( পদতলে পতন ) চণ্ডাল –(সভয়ে নিকটে গিয়া ) কি ?—বসস্তসেনা ? না নী এই নির্দোষী সাধু পুরুষকে এখনও আমরা বধ করি নি। ভিক্ষু —(উঠিয়া) ওরে ! চারুদন্ত বেঁচে আছেন ? চাণ্ডাল —আরও শত বৎসর বঁাচবেন । বসং —(সহৰ্ষে) আ | আমার দেহে যেন আবার প্রাণ এল ।
পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।