পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । ২১৯ চারু —(নিরীক্ষণ করিয়া সহৰ্ষে ) তাই তো, বসন্তসেনাই যে ! ং সানন্দে ) মৃত্যু-মুখে দেখি মোরে, পায়োধরে স্নাত করি’ অশ্রীর ধারায় সঞ্জীবনী বিদ্যা-রূপে, তুমি যে গো আবিভূত সহসা হেথায় ॥ প্রিয়ে বসন্তসেনা ! তোমারি কারণে এই দেহের নিধন তোমারি দ্বারায় শেষে হল নিবারণ । প্রিয়-সঙ্গমেরি এই আশ্চর্য্য প্রভাব, —মৃতের কোথায় হয় পুন প্রাণ লাভ ? অপিচ 2–দেখ প্রিয়ে ! চারু রক্ত বস্ত্র এই, আর এই মালা এইক্ষণে শোভে যেন বিবাহের বর-বেশ প্রিয়া-সন্মিলনে, আর এই বধ্যজন-দুন্দুভির ধ্বনি বিবাহ-উৎসব-বাদ্য কর্ণে যেন শুনি ॥ বসং —নাথ! আমার প্রতুি অত্যন্ত সদয় হয়ে তুমি কি করতে যাচ্ছিলে বল দিকি ? চারু –প্রিয়ে! ওরা বলে কি শুনবে ?—বলে, আমি তোমাকে হত্য করিচি । পূৰ্ব্ব-বদ্ধ বৈর-বশে, শকার শক্রতা ঘোর করে মোর সাথ । নরকে পতিত নিজে, সে যে গো সাধিয়াছিল আমারো নিপাত !