পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । २२१ দৃশ্য —অগ্নি-কুণ্ড প্রজ্জ্বলিত। মৈত্রেয় ও র নিকার সহিত ধুতার প্রবেশ এবং মাতার বস্ত্রাঞ্চল ধরিয়া রোহসেনের প্রবেশ । ধৃত –(সাশ্রুশোচনে) জাদু, আমাকে ছাড়—বাধা দিও না—পাছে আর্য্যপুত্রের অমঙ্গলের কথা শুনতে হয় আমার সেই ভয় । রোহ —ম তুমি গেলে আমাকে কে দেখবে ? তোমাকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারব না। g বিদু —ঋষির বলেন “স্বামীর সহিত একত্রে চিতারোহণ না করে ভিন্ন চিতায় আরোহণ করলে ব্রাহ্মণীর পাপ হয়” ] ধৃত –আর্যাপুত্রের অমঙ্গল শোনার চেয়ে পাপাচরণও ভাল। শর্বি —(সম্মুখে অবলোকন করিয়া ) নিকটেই অগ্নিকুণ্ড—শীঘ্র আসুন মহাশয়, শীঘ্ৰ অমুন। চারু –( দ্রুত পরিক্রমণ ) ধৃত –রদনিকে ! যতক্ষণ না আমার ইষ্টসিদ্ধ হয় ততক্ষণ তুমি বালককে ধরে' রাখে । দাসী –(করুণভাবে } ঠাকরুন যা করচেন আমিও তাই করি । ধৃত – বিদুষককে অবলোকন করিয়া) মহাশয় । আপনি তবে ওকে ধরে রাখুন। বিদু।–( আবেগ-সহকারে) অভীষ্ট কার্য্যের অনুষ্ঠানে ব্রাহ্মণের অগ্ৰে যাওয়া কৰ্ত্তব্য—অতএব আপনার অগ্রগামী হয়ে আমি অগ্নি-প্রবেশ করি। ধৃত –কি ? দুজনের মধ্যে তোমরা কেউই আমার কথা শুনলে না ? জাদু ! আমাদের পিগু-জলের জন্ত তুই তবে থাক। কি ?— আমরা গেলে তোর পিতা কি তোকে দেখবেন না ?