পাতা:মৃচ্ছকটিক.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই মৃচ্ছকটিক । কামের দহনে দহে হৃদি অসহায় অঙ্গার রাশির মাঝে মাংস-খণ্ড-প্রায় ॥ একজন দাস —ঠাকরণ একটু গড়াও গো দাড়াও । ০গে দিদি ভয়ে কোথা করিছ গমন গ্রীষ্ম-ময়ুরীয় মত ধরিয়া প্যাখোম ? যাচ্চেন মোদের প্রভু দেখ তোমা কাছে কুকুট-শাবক যেন অরণ্যের মাঝে ॥ বিট —ওগো বসন্ত সেনা, বলি একটু দাড়াও ! কোথা সাও সুন্দরি লো ! বাল-কদলীর সম বিকম্পিত কায়, রক্তাম্বর পরিধান, বিলোল অঞ্চল কিবা পবনে দুলায় । যাইতেছ কমল-মুকুল যেন করি বিকীরণ অস্ত্র দিয়; মনঃশিলা-গুহা যেন করি’ বিদীরণ ॥ শকার – দাড়াও বসন্ত সেন একটু দাড়া ও । মদন-আগুন কেন ও৭লা ও দ্বিগুণ ? নিশি-শয্যা কেন কর কণ্টক-দারুণ ? ভয়-ভীতা হয়ে কোথা যাইতেছ পলাষ্টয়া স্থলিত চরণে, কুন্তী যথা রাবণের —আমার হইবে বশ তুমি গে! ললনে ॥ বিট । — অামা চেয়ে দ্রুত পদে চলেছ কোথায় ? খগেন্দ্রের ভয়ে ভীত ভূজঙ্গিনী-প্রায় ?