দশম অঙ্ক । २२*> শর্বি —মহাশয়ের সুহৃদবর্গ বেঁচে-বৰ্ত্তে আছেন তো ? চারু —ই তোমারই প্রসাদে । শর্বি —ঠাকরণ বসন্তসেন ! রাজ পরিতুষ্ট হয়ে আপনার প্রতি বধু শব্দ প্রয়োগ করতে আদেশ করেছেন । বসং (—মহাশয় ! কৃতার্থ হলেম । শর্বি —(বসস্তসেনাকে অবগুষ্ঠিতা করিয়া চারুদত্তের প্রতি) মহাশয় ! এই ভিক্ষুর কি করবেন ? চারু —ভিক্ষু ! তোমার এখন মনোগত ইচ্ছা কি ? ভিক্ষু —এই সব অনিত্যতা দেখে সন্ন্যাস-ধৰ্ম্মে আমার দ্বিগুণ প্রবৃত্তি হয়েছে ! চারু —সখী ! ভিক্ষু এ বিষয়ে দেখচি দৃঢ়নিশ্চয়। অতএব রাজ্যমধ্যে যত বৌদ্ধ মঠ আছে, ওঁকে সে সকলের কুলপতি করে দেও। শর্বি —যে আজ্ঞে । ভিক্ষু —অ ! আজ আমার কি সুখের দিন ! বসং —উনিই আমাকে বঁচিয়েছিলেন । শর্বি —স্থাবরকের কি করবেন ? চারু —আজ হতে স্থাবরকের দাসত্ব ঘুচে যাক। সেই দুজন চণ্ডাল সকল-চণ্ডালের অধিপতি হোক্ । চন্দনক রাজ্যের প্রধান দগুপালক হোক। আর, সেই রাষ্ট্রর শ্যালকের পূৰ্ব্বে যে কাজ ছিল, সেই কাজই থাক্ । শর্বি —যে আজ্ঞে, তাই হবে । না, এই শক্রটাকে আপনি ভ্যাগ করুণ, আমি ওকে বধ করি । - চারু —আমি শরণাগতকে অভয় দিয়েছি । দেখ, শক্র অপরাধ করে যদি শরণাগত হয় তাকে বধ করা উচিত নয়।
পাতা:মৃচ্ছকটিক.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।