প্রথম অঙ্ক । እግ অনুরক্ত। চারুদত্তের গৃহও খুব নিকটে । দেখো পণ্ডিত, যেন আমাদের হাত-ছাড়া না হয় । বিট –(স্বগত) যে কথা চেপে যাওয়া দরকার সেই কথাই মুখ চেচিয়ে বলচে —চারুদত্তের গৃহ নিকটে, বসন্তসেনাকে জানিয়ে দিলে । বসন্তসেনা চারুদত্ত মহাশয়ের প্রতি অনুরক্তা, কথাটা ঠিকই বলেছে—রত্ব রত্বের সঙ্গেই মেশে। তা বসন্ত সেনা এষ্ট বেলা যাও—তা হলে মুখটার হাত থেকে নিস্কৃতি পালে । ( প্রকাশ্রে )—দেখ শকার, নিকটেই সেই বণিকের গৃহ । শকার –ই, নিকটেই তার গৃহ । বস —(স্বগত) আশ্চৰ্য্য ! সতাই তে নিকটে তার গৃহ ! এই দুষ্ট লোকটা মন্দ করতে গিয়ে ও আমার উপকার করলে—আমার প্রিয়জনের সঙ্গে মিলন ঘটিয়ে দিলে । শকার ।—দেখ পণ্ডিত, মাষ কলাইয়ের রাশির মধ্যে যেমন একটা মসীর গুটলি মিশে যায়, সেই রকম এই অন্ধকারের মধ্যে বসস্তুসেনা কোথায় মিশিয়ে গেল । বিট ।—কি ঘোর অন্ধকার ! বিশাল নয়ন মোর সহসা তিমিরে পশি, দৃষ্টি-বিরহিত । এই অন্ধকার-মাঝে উন্মীলিত নেত্রদ্বয় যেন নিমীলিত ] অপিচ—অন্ধকারে অঙ্গ লিপ্ত, অঞ্জন বরিষে নভস্তল । অসাধুর সেবা সম দৃষ্টি মোর এবে গে নিষ্ফল ॥ & R
পাতা:মৃচ্ছকটিক.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।