পাতা:মৃচ্ছকটিক.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। মুচ্ছকটিক, “প্রকরণ"-জাতীয় নাটক। ইহা দশ অঙ্কে বিভক্ত। রাজা শূদ্ৰক ইহার রচয়িত। শূদ্রক রাজার রাজত্ব-কাল শকারী বিক্রমাদিত্যেরও পূৰ্ব্ববৰ্ত্তী—এইরূপ কিম্বদন্তী প্রচলিত। তাহা যদি সত্য হয়, তাহ হইলে, খৃষ্ট-পূর্ব প্রথম শতাদিতে তাহার রাজত্বকাল নিৰ্দ্ধারিত করতে হয়। কিন্তু এদিকে আবার, করনেল উইলফোর্ড সাহেব সারগর্ভ যুক্তির দ্বারা প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছেন যে, মগধের অন্ধ রাজবংশের তিনিই প্রথম রাজা । তিনি আনুমানিক ১৯২ খৃষ্টাব্দে রাজত্ব করেন। সে বাহাই হউক, সমস্ত প্রচলিত সংস্কৃত নাটক-গুলির মধ্যে, "মৃচ্ছকটিক” যে সৰ্ব্বাপেক্ষা প্রাচীন, তাহাতে আর সন্দেহ নাই। ইহার প্রাচীনত্ত্বের আর একটি প্রমাণ এই, মৃচ্ছকটিক নাটকে “নাণক” নামক একটি মুদ্রাব উল্লেখ আছে। এই “নাণক”-মুদ্রা কাশ্মীরাধিপতি শক-বংশীয় রাজা কনিষ্কের সময়ে প্রচলিত ছিল। কনিষ্ক বৌদ্ধধৰ্ম্মাবলম্বী প্রবল পরাক্রান্ত রাজা ছিলেন । তাহার:নেতৃত্বাধীনেই বৌদ্ধদিগের চতুর্থ সভার অধিবেশন হয়। তিনি খৃষ্টাব্দের প্রথম শতাব্দিতে রাজত্ব করেন এবং তাহার একটি পদবী ছিল—“বাসুদেব” । মৃচ্ছকটিকের একটি পাত্র “শকার,” আস্ফালন করিয়া মধ্যে মধ্যে বলেন, “আমি কি কম লোক ?—আমি দ্বিতীয় বাসুদেব” । অামার মনে হয়, এই স্থলে, কনিষ্ককে মনে করিয়াই এই বাসুদেব-শব্দ প্রযুক্ত হইয়াছে। কনিষ্ক, খৃষ্টাব্দের প্রথম শতাদিতে কাশ্মীর ও সমস্ত উত্তর-ভারতের রাজা ছিলেন। ইহা হইতেই অনুমান হয়, মৃচ্ছকটিক খৃষ্টের প্রথম দুই এক শতাব্দির মধ্যেই বিরচিত হইয়াছিল। সেই সময়ে বৌদ্ধধর্মের বিলক্ষণ প্রভাব ছিল, অথচ বৌদ্ধ ও হিন্দুদিগের মধ্যে কোন প্রকারাবিদ্বেষ-ভাব ছিল না। সাধারণ লোকে