পাতা:মৃচ্ছকটিক.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ly মুচ্ছকটিক । শকার –দেখ পণ্ডিত, আমি বসন্তসেনাকে একবার খুজে দেখি । বিট —ওগো শকার –কোন কিছু ছিহ্ন কি লক্ষ্য হচ্চে ? শকার –কি চিহ্ন পণ্ডিত ? বিট —এই যেমন ভূষণের শব্দ, অঙ্গের সৌরভ, কি মালার গন্ধ ? শকার –ই ই—আমি মালার গন্ধ স্পষ্ট শুনতে পাচ্চি—অন্ধকারে আমার নাক একেবারে ভরে গেছে—কিন্তু কৈ ভূষণের শব্দ তো দেখতে পাচ্চি নে । বিট —(জনাস্তিকে) দেখ বসন্তসেনা । প্রদোষ-তিমির-মাঝে তোমারে না দেখা যায়, জলদ-উদরে লীনা তুমি সৌদামিনী-প্রায়। তোমারে জানায়ে দেয় মাল্যের সৌরভ তব, আর তব চরণের মুখর নুপুর-রব। শুনলে বসন্তসেনা ? বস —(স্বগত) শুনেছি—বুঝেওছি । (নুপুর ও মাল্য অপসারিত করিয়া, কিঞ্চিৎ পরিক্রমণ পুৰ্ব্বক—হস্তের দ্বারা স্পর্শ করিয়া) ও মা ! এই যে, দেয়ালে হাত বুলিয়ে জানতে পরিচি এইটি খিড়কির দরজা—কিন্তু এ যে বন্ধ | দৃশ্য –চাৰুদত্তের গৃহের অভ্যন্তর। চারুদন্ত —সখা, আমার জপ শেষ হয়েছে। এখন তবে বাও, মাতৃগণের বলি উপহার দিয়ে এসে । - বিদু –না হে না, আমি যাব না । চারু।—হায়, কি কষ্ট !