এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক | ఫిఫి দারিদ্র্যে বান্ধব-জন দরিদ্রের বাক্য নাহি করে গো গ্রহণ, সুহৃদ বিমুখ হয়, বিপদ বিপুল ভাব করয়ে ধারণ, প্রাণ-বল হয় হ্রাস চরিত্র-শশাঙ্ক-কাস্তি হয় পরিমান, অপরে করে যে পাপ দরিদ্রের কৃত বলি’ হয় অনুমান ॥ অপিচ :– সংসর্গ করে না কেহ দরিদ্রের সনে, নাহি করে সম্ভাষণ সাদর বচনে । ধনীর উৎসব-গৃহে লোকে সবে দেখে তারে অবজ্ঞার সাথে, স্বল্প পরিচ্ছদ বলি? বড় লোক হতে রহে লজ্জায় তফাতে । তাই বলি নিধনতা অতীব জঘন্ত, মহাপাতকের মধ্যে ষষ্ঠ বলি’ গণ্য ॥ অপিচ ঃ– হে দারিদ্র্য । তব তরে সকাতরে শোক আমি করি গো প্রকাশ ; পরম মুহৃদ ভাবি’ এতদিন মোর দেছে করিলে নিবাস, এই হতভাগ্য দেহ যখন করিব বিসর্জন –এই চিস্ত হয় মোর—তুমি যাবে কোথায় তখন ? বিদু –(অপ্রতিভ হইয়) আচ্ছা সখা, যদি আমার যেতেই হয়, তবে রদনিকাও আমার সহায় হয়ে আমার সঙ্গে চলুক ।