পাতা:মৃচ্ছকটিক.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ર છે অন্বেষণ করিতে করিতে রদনিকার কেশ ধরিয়া) দেখ পণ্ডিত, এইবার বসন্তসেনাকে ধবেছি, ধরেচি । অন্ধকারে পালাচ্ছিলে মালার গন্ধে জানান দিলে ধরমু কেশ—যাৰে কোথা ? চাণক্য দ্রৌপদী যথা ॥ বিট —যৌবনের দর্পভরে কুলপুত্র-জন-পিছে সদা তুমি করহ গমন, স্বসেব্য সুচারু কেশ কুসুম-ভূষিত তব কে দেখগো করে আকর্ষণ ॥ শকার – ধরিয়াছি এই দেখ ও-চুলের মুঠি দেখিব কেমনে এবে পালাও গো ছুটি । গল ছাড়ি যত পার চ্যাচাও চ্যাচাও, বল শিব, শঙ্কর, ঈশ্বর—যা চাও। রদ –(সভয়ে) মশায়রা করেন কি ? বিট --ওগো শকর! এ যে আর একজনের কণ্ঠস্বর। শকার –দেখ পণ্ডিত, দই-সরের লোভে বেড়াল যেমন গলার স্বর . বদলায়, এ বোটও তেমনি আপনার গলার স্বর বলেছে। বিট।—কি ! স্বর পরিবর্তন করেছে ? কি আশ্চৰ্য্য ! কিম্বা এতে विफ़िखहे या कि ! পশি রঙ্গভূমে ওযে নানাবিধ নাট্য-কলা করেছে অভ্যাস বঞ্চনা-পণ্ডিত তাই স্বরের নৈপুণ্য এবে করিছে প্রকাশ ॥