পাতা:মৃচ্ছকটিক.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있8 মৃচ্ছকটিক । বিট — প্রণয়-বচন তল শির-পরে ওহে বিপ্র করিলাম ধৃত, সশস্ত্র যদিও মোরা তব গুণ-অস্ত্রে মোরা হইমু বিজিত ॥ শকার –(অস্থয়া-সহকারে ) কেন বল দিকি পণ্ডিত, কৃতাঞ্জলি হয়ে এই দুষ্ট বাওনটার পায়ে পড়ে আছ ? বিট —আমি বড় ভীত হয়েছি । শকার –কার কাছে ভীত ? বিট —সেই চারুদন্তের গুণের কাছে । শকার।—যার ঘরে গিয়ে কেউ এক মুঠো অন্ন পায় না, তার আবার গুণ কিসের ? বিট —না না—ও কথা বলো না । আমাবিধ জনে তার ধনক্ষয় করিলগে প্রণয়ের দানে ; ধন যাচি তার কাছে কেহ নাহি ফিরিলগে বিষঃ-পরাণে । নিদাঘ কালেতে ছিল পূর্ণ জলাশয় --লোকতৃষ্ণ নিবারিয়া এবে শুষ্কপ্রায় ॥ শকার –(অসহিষ্ণু হইয়া ) সে ব্যাটার-ছেলে কে হে ? পাণ্ডব না শ্বেতকেতু কোন মহাবীর ? রাধাপুত্র রাবণ সে—না সে যুধিষ্ঠির ? কুন্তীর গরভে আর রামের ঔরসে জনমিল কি সে বীর ?--অশ্বথাম কি সে ?