পাতা:মৃচ্ছকটিক.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ૨૪ জটায়ু-না, ইন্দ্র দত্ত-বল দেখি কেটা ? কার গুণ গাইতেছ ?—কেহে সেই বেটা ? বিট —আরে মুখ যার কথা বলচি তিনি মহাত্মা চারুদক। দীনজন-কল্পতরু, নিজ গুণ-ফল-ভারে অবনত বিনীত-তান্তর ; সাধুর আত্মীয় তিনি, e শিক্ষিত-জন-অাদর্শ, সুচরিত-নিকষ-প্রস্তর } শীল-সিন্ধু-বেলা তিনি, সদাচারী, না করেন কারো অপমান, পুরুষ গুণের নিধি, দক্ষিণ্যেতে বিভূষিত উদার-পরাণ । গুণাধিক্যে হয়ে শ্লীঘ্য আছেন এ ধরাধামে তিনি গো জীবিত, অপরে জীবিত শুধু নিঃশ্বাস-প্রশ্বাস মাত্র করি’ উচ্ছসিত ॥ এসো এখন, এখান থেকে যাওয়া যাক্ । শকার ।—বসন্তসেনাকে না নিয়ে আমি— বিট।—বসন্তসেনা পালিয়েছে । শকার –পালাল কি করে ? বিট ।– অন্ধজন দৃষ্টি, আতুরের পুষ্ট, মুখার্জন বুদ্ধি, অলসের সিদ্ধি,