পাতা:মৃচ্ছকটিক.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | ২৯ গন্ধ যে ! তবে দেখচি এখনও যৌবনের সুখে ওর ঔদাস্ত হয় নি । ( অস্তরালে গমন ) চারু —শোনো রদনিকে, রোহসেনকে নিয়ে ভিতরে এসো। বস –(স্বগত) উনি জানেন না, এই হতভাগিনীই এখন ভিতরে আছে । চারু –কি ! রদনিকে !—উত্তর নেই ?—2ঃ কি কষ্ট ! দৈব-বশে মানবের ভাগ্য-ক্ষয় হয় গো যখন, মিত্র সে তামিত্র হয়, "বিরক্ত সে অনুরক্ত জন ॥ বিদূষক ও রদনিকার প্রবেশ । বিদু –ওহে ! এই যে রদনিক । চারু —ও যদি গো রদনিকা--2 কে তবে পাশে ? —দুৰ্ষিত হয়েছে পর-পুরুষের বাসে? বস —(স্বগত) দুযিত নহে গো, তারে ভূষিতাই জেনে । চারু —শারদ-জলদে ঢাকা চন্দ্র-লেখা যেন ॥ কিন্তু না, পরস্ত্রী দর্শন করা উচিত নয় । বিদু। —ওহে, পরস্ত্রী দর্শনের ভয় নাই। ইনি বসন্তুসেনা, কামদেবের মন্দির-উদ্যানে তোমাকে দেখে অবধি ইনি তোমার প্রতি অনুরক্ত : চারু । তাই তো, এ যে বসস্তসেন ! (স্বগত) প্রচুর ঐশ্বৰ্য্য মোর যখন নিঃশেষ তখনি উদয় হৃদে প্রেমের আবেশ । কাপুরুষ-ক্রোধ যথা গাত্রে হয় লয়, তেমতি এ তৃষ্ণ মোর ক্রমে হবে ক্ষয় ॥