পাতা:মৃচ্ছকটিক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । לפא বস —আমার মত অযোগ্য লোক যে আপনার গৃহে প্রবেশ করেছে এতে আমিই অপরাধী। আমিই নতশিরে প্রণাম করে আপনার ক্ষমা প্রার্থনা করি । বিদু।–ওগো তোমরা দুজনে ক্ষেতের ধানের মত পরস্পরে মাথা নোয়া-মুয়ি কর—আমিও উহ্ল-শিশুর হাটুর মত মুয়ে তোমাদের দুজনেরই কাছে ক্ষমা প্রার্থনা করচি । চারু —হয়েছে, আর অনুনয়-বিনয়ে কাজ নেই। বস –(স্বগত) এর বাক্যালাপ কি পরিপাট ও মধুর। কিন্তু আজ এখানে এরূপ ভাবে এসে বেশি ক্ষণ থাকা উচিত নয়। আচ্ছ এই রকম তবে বলি। ( প্রকাতে ) দেখুন মহাশয়, যদি আমার প্রতি এতই অনুগ্রহ হয়ে থাকে, তা হলে আমি এই অলঙ্কারগুলি আপনার গৃহে রেখে যেতে ইচ্ছা করি, এই অলঙ্কারগুলির জন্তই ঐ দুষ্ট লোকগুল আমার পিছনে পিছনে আসূচে । চারু।–এ গৃহ এখন অলঙ্কার রাখবার উপযুক্ত স্থান নয়। বস।—ও কথা বলবেন না । লোকে যে জিনিস রাখে সে মানুষের কাছেই রাখে—ঘরের কাছে নয় । চারু —মৈত্রেয় ! এই অলঙ্কারগুলি রাখে । বস —অনুগৃহীত হলেম । ( অলঙ্কার অর্পণ ) বিদু –(গ্রহণ করিয়া) তোমার কল্যাণ হোক । চারু —আরে মুখ ! এ দান নয়—এ গচ্ছিত বস্তু । বিদু –(চুপি চুপি ) আচ্ছ তা যেন হ'ল, কিন্তু চোরেও তো নিয়ে যেতে পারে। চারু –কিছু দিনের জন্ত এখানে থাকৃবে। বিদু —এখনতো উনি আমাদের হাতেই এগুলি দিলেন।