পাতা:মৃচ্ছকটিক.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिउँोझ अक्क । Woo) চারু —সখী ! বসন্তসেনা গেলেন—এখন এসে আমরাও গৃহে ফিরে যাট । রাজপথ শূন্য হেরি' রক্ষিগণ চারি দিকে ইতস্তত করে বিচরণ, এড়াইতে হবে এবে চৌর্য্য প্রতারণা, রাত্রি বহু দোষ করে গো পোষণ ॥ ( পরিক্রমণ করিয়া ) এই স্বর্ণ-অলঙ্কারগুলি আজ রাত্রে তোমার কাছে রেখে দেও, কাল দিনের বেলা বৰ্দ্ধমানকের হাতে দিও । বিদু —যে আজ্ঞা । (উভয়ের প্রস্থান ) ইতি অলঙ্কার-ম্ভাস নামক প্রথম অঙ্ক । . দ্বিতীয় অঙ্ক । صيصصحتعوتهجيع مصمس. দৃশ্য—বসন্তসেনার গৃহ। প্রধান দাসীর প্রবেশ । প্ৰ-দাসী –ম একটা কথা বলতে ঠাকরণের কাছে আমাকে পাঠিয়েছেন। ( পরিক্রমণ ও অবলোকন করিয়া) এই যে ঠাকরণ,— মনে মনে কি ভাবচেন । এইবার তবে এগিয়ে যাই । মদনিকার সহিত বসন্তসেনা আসীনা। বস —ওলো, তার পর, তার পর ? o