পাতা:মৃচ্ছকটিক.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీశ్రీ মৃচ্ছকটিক । মদ –ঠাকরণ, তাকেই যদি আপনার মনে ধরে থাকে, তবে এখনি কেন তার সঙ্গে দেখা করুন না । বস — গুলো, সহসা দেখা করতে গেলে, প্রত্যুপকার করবার ক্ষমতা নেই বলে পাছে তিনি না দেখা দেন, তাই আমি দেখা করিনে। মদ –সেই জন্য বুঝি আপনার অলঙ্কারগুলি তার কাছে গচ্ছিৎ রেখেছেন ? বস —ওলো, তুই তো ঠিক্‌ বুঝেছিস । ( প্রস্থান ) দৃশ্য-রাজপথের ধারে শূন্য মন্দির। ( নেপথ্যে কোলাহল ) নেপথ্যে —দেখুন কর্তার, ঐ লোকটা জুয়ো-খেলায় দশ স্ববর্ণ হেরেচে—এগন কিছু না দিয়েই পালিয়ে যাচ্চে—ওকে ধর্—ধর— দাড়া দাড়া—গুরে । দূর থেকে তোকে দেখতে পাচ্চি । ( ব্যস্ত-সমস্ত হইয়া সংবাহকের প্রবেশ ) সং —ওঃ কি যন্ত্রণা! জুয়ারিদের শেষে এই অবস্থাই ঘটে । দড়া ছেড়া গাধার মত আমাকে ধরে প্রহার করচে—আর অঙ্গরাজ কর্ণের বল্লমে যেমন ঘটোৎকচ মারা গিয়েছিল, আমাকেও দেখচি তেমনি খুচিয়ে মারবে । আডডধারী লেখা-কার্য্যে ছিলেন মগন এমন সময়ে আমি করি পলায়ন । এখন তো পথ মাঝে পড়েছি আসিয়া, কোথায় আশ্রয় পাই দেখিগে ভাবিয়া ॥