পাতা:মৃচ্ছকটিক.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* মৃচ্ছকটিক | জুয়ারি।--তা, আসুন আমরা sর সন্ধানে যাই। भांधू -ई, छन । (উভযে দেবগৃহে প্রবেশপুৰ্ব্বক নিরীক্ষণ করিয়া পরম্পরের প্রতি সঙ্কেত ) জু্যারি -এ কি কাঠের প্রতিমা ? মাথুর।—ন হে না, এটা পাথরের প্রতিমা । ( বহু প্রকারে নাড়া দিয়া সঙ্কেত করণ)—আচ্ছা ভাল—এসে আমরা এইখানে বোসে জুয়া খেলি । ( বহু প্রকারে জুয়া-খেলা আরম্ভ করণ ) । ংবা –(জুয়া খেলার ইচ্ছা বহুপ্রকারে সম্বরণ করিয়া স্বগত) ওরে! “কর্তা-কর্তা”-রব জুয়ার খেলায় নিধনের হৃদি-মন হরি' লয়ে যায়, রাজ্যভ্রষ্ট-নৃপ যথা শুনি ঢকা ধ্বনি উল্লাসে উৎফুল্ল হয়ে উঠেন অমনি । জানি আমি, খেলিব না, জুয়া-খেলা –মুমেরুর চুড়া হতে পতন-সমান, কোকিল-মধুর তবু জুয়ার “কর্তা"-রব—জুয়ারির হরে মনঃপ্রাণ। জুরারি।—আমার "পাঠে”—আমার "পাঠে”। স্বাধু –না হে না, আমার “পাঠে,” আমার “পাঠে।” সংবা –( অন্ত দিক হইতে সহসা অগ্রসর হইয়া ) না না—আমার "s לסןז*** জুয়ারি —এই সেই লোকটা হে।—ধর ধর । মাখুৱ —(ধরিয়া ) পাজি জুয়া-চোর কোথাকারে, এইবার ধর পড়েচিল —দে এখন সেই দশ ভুবর্ণ।