পাতা:মৃচ্ছকটিক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ е মৃচ্ছকটিক । ংবা –(স্বগত) ঠাকরণ বেশ সুকৌশলে আমাকে ত্যাগ করলেন যা হোক। কিন্তু আমি এখন কি করে ওঁর প্রত্যুপকার করি ? (প্রকাশ্বে) ঠাকরণ ! আমি এই জুয়া-খেলার অপমানের দরুণ বৌদ্ধ পরিব্রাজক হব বোলে স্তির করেছি। তা, এই কথাগুলি ঠাকরণ মনে রাখবেন যে "জুয়ারি সংবাহক বৌদ্ধ-পরিব্রাজক হয়েছে।" বসং"-মহাশয়—কেন এরূপ হতাশ হচ্ছেন ? ংবা —ঠাকরণ, আমি এ বিষয়ে মন ঠিক্‌ করে ফেলেচি । সবাব সমক্ষে আমি হত-মান হইলাম জুয়া-খেলা হতে মুণ্ডিত-মস্তকে এবে ভ্রমণ করিব আমি রাজ-পথে পথে ; ( নেপথ্যে কলরব ) । ংবা –( শুনিয়া) ওরে! ব্যাপারটা কি ? ( আকাশে ) কি বলচ ? —বসন্তসেনার খুটুমোড়ক নামে দুষ্ট হাতিটা ছুটে বেড়াচ্ছে ?—কি সৰ্ব্বনাশ! ঠাকরণের মত্ত হাতিটাকে দেখি গিয়ে–কিন্তু না, ও দেখে আমার কি হবে, আমি যা মনে করেছি তাই করি । ( প্রস্থান ) ( তাড়াতাড়ি সহৰ্ষে বিকট-উজ্জ্বল বেশে কর্ণপুরকের প্রবেশ ) কৰ্ণ –কোথায় ঠাকরণ কোথায় ? দাসী –আরে মিন্‌সে, তোর এত ভাবনা কিসের ?—সম্মুখে ঠাকরণ বসে আছেন তবু দেখতে পাচ্চিমূ নে ? কৰ্ণ –( দেখিয়: ) ঠাকরণ, প্রণাম।