¢२ মৃচ্ছকটিক । বসং —( ভয়-ব্যাকুল হইয়া ) ওঃ ! কি বিপদ—কি বিপদ । কর্ণ।—ভয় নেই ঠাকরণ, শুনুন । তার পর, পরিব্রাজকের শিকলিগুল জড়িয়ে-মড়িয়ে গেছে, হাতিটা তাকে দাতের মধ্যে নিয়ে তুলে ধরেছে —কর্ণপূরক-না না”—আপনার অন্ন-দাস—এই ব্যাপারটা দেখেই, বক্র গতিতে গিয়ে, “ওরে! এ সেই জুয়ারি” এই কথা চীৎকার করে বলতে বলতে দোকান থেকে একটা লৌহদণ্ড নিয়ে সেই দুষ্ট হাতিটাকে ডাক্ দিলুম। বসং ।—তার পর—তার পর ? কৰ্ণ – বিন্ধ-শৈল-শিখরাভ হাতিটারে দণ্ডাঘাতে করিয়া দমন দস্ত-মধ্য-অবস্থিত পরিব্রাজকেরে আমি করিনু মোচন ॥ বসং ।--ঠিক কাজ করেছ—তার পর—তার পর ? কর্ণ। —তার পর ঠাকরণ ! “দাবাদূরে কর্ণপূরক ! সাবাসূ” এই কথা বলতে বলতে, বিষম-বোঝাই নৌকার মত সমস্ত উজ্জয়িনী নগর যেন এক দিকে ঝুকে পড়ল। তার পর ঠাকরণ, একজন শূন্ত আভরণের স্থানগুলিতে নিজ অঙ্গে হাত বুলিয়ে, উপর-পানে চোখ, করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এই চাদরটা আমার উপর ছুড়ে ফেলে দিলে। বসং –কর্ণপূরক! চাদরটাতে জাতি-ফুলের গন্ধ আছে কিনা বলতে পার ? কৰ্ণ –ঠাকরণ, মদ-গন্ধে সে গন্ধ ঠিক বুঝতে পারচি নে । বসং —কারও নাম কি দেখতে পাচ্চ ? কৰ্ণ –এ নাম ঠাকরণই পড়তে পারেন । (চাদর প্রদান )
পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।