পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ૯૭ বসং —আর্য্য চারুদত্ত । ( পাঠ করিয়া আগ্রহ-সহকারে গ্রহণ করিয়া তদ্বারা গাত্র আচ্ছাদন ) । দাসী –কর্ণপুরক ! এই চাদরটিতে ঠাকরণকে বেশ মানিয়েছে। কৰ্ণ –ই, বেশ মানিয়েছে । বসং –কর্ণপুরক ! এই নেও তোমার পরিতোষিক । , ( আভরণ প্রদান ) কৰ্ণ –( মস্তকে গ্রহণ ও প্রণাম ) ঠাকরণকে এখন চাদরটাতে বেশ মানিয়েছে । বসং –কর্ণপূরক ! এই সময়ে চারুদত্ত মহাশয় কোথায় ? কর্ণ।--এই পথ দিয়ে বাড়ি যাচ্চেন । বসং —ওলো ! আয় আমরা উপরের অলিন্দে উঠে দত্ত-মশায়কে দেখি । ( সকলের প্রস্থান ) দূতকর-সংবাহক নামক দ্বিতীয় অঙ্ক । তৃতীয় অঙ্ক । দৃশ্য –চাৰুদত্তের গৃহের অভ্যন্তর। দাসের প্রবেশ । দাস — স্বজন প্রভুটি মোর ধনহীন হইয়াও ধরে কত গুণ । ধনগৰ্ব্বী দুর্জন যে -

সেবা প্ৰভু সেই,—শেষে নিদারুণ ৷