○ b - মৃচ্ছকটিক । আর, ভগবান শশাঙ্ক-দেব ও অন্ধকারের আবরণ ফাক করে আকাশের প্রাসাদ থেকে নাব চেন । চারু —তুমি ঠিক্ বলেছ। সমুন্নত-অগ্রভাগ ইন্দু ওই, তিমিরকে এবে তিনি দিয়া অবকাশ হতেছেন অস্তগামী - জলমগ্ন করী যথা দন্ত-অগ্র করে গো প্রকাশ ৷ বিদু – ওহে ! এই আমাদের গৃহ! বৰ্দ্ধমানক ! বৰ্দ্ধমানক ! দরজ পোলে । গুহের অভ্যন্তর । দাস —মৈত্রেয়-মশায়ের গলার আওয়াজ শোনা যাচ্চে –বোধ হয় দন্ত-মশায়ও এসেছেন—এইবার তবে দরজাটা খুলে দি। প্রণাম মৈত্ৰেয়মশায় । আপনাকেও প্রণাম—এই বড় আসনে আপনারা দুজনেই বসুন । ( উভয়ে প্রবেশ করিয়া উপবেশন ) বিদু –বৰ্দ্ধমানক ! বদনিকাকে ডাকো-পা ধুইয়ে দেবে। চারু !--(অনুকম্প-সহকারে) ঘুমন্ত লোককে জাগিয়ে আর কি হবে । - দাস —মৈত্রেয় মশায়! আমি জল দিচ্চি-আপনি পা ধুইয়ে দিন। বিদু।–(সক্রোধে ) দেখ সখা! এই দাসের ব্যাটা দাস জল ধরবে, আর আমি ব্রাহ্মণ আমাকে কিনা পা ধোয়াতে বলে । চারু —সখা মৈত্রেয় ! তুমি জল ধর, বদ্ধমানক পা ধুইয়ে দিক্ । দাস —মৈত্রেয়-মশায়—জল দিন । (বিদুষক তথা করণ—দাস চারুদত্তের পদপ্রক্ষালন করিয়া-প্রস্থান )
পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।